আফগানিস্তানের পন্জ্ঞশির দখল সময়ের আপেক্ষা তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আফগানিস্তানের আন্দারাবের পুরো এলাকা জুড়ে চারিদিক থেকে ঘিরে ফেলেছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। সেই সঙ্গে তারা বাঘলান প্রদেশের তিনটি জেলা বানো, পুল ই হিসার এবং দেহ সালাহ কে জয় করে নিয়েছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। এই জেলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জেলা বাঘলান প্রদেশের লাগোয়া পন্জ্ঞশির কাছে। এবং পন্জ্ঞশির দখল করতে ইতিমধ্যেই সব যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা। এবং বাইরে থেকে খাবার ও যান পরিবহন ব্যাবস্থা বিচ্ছন্ন করে দিয়েছে। তাই নয় তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের বিরোধী পক্ষের বহু শিশু ও নাগরিক কে অপহরণ করে নিয়ে আসে। তবে এখনো পর্যন্ত পন্জশির দখল নিতে জোর লড়াই শুরু হয়েছে। এদিকে তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের মুখপাত্র জনাব জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন যে তারা একটি প্রস্তাব পাঠিয়েছিলেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু তার কোন উত্তর আসেনি এখন পর্যন্ত। তাই পন্জশির দখল করতে বহু তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা ওখানে গিয়েছে। এবং তাজিক নেতা শের আহমেদ শাহ মাসুদের পুত্র মহম্মদ মাসুদ কে পরাজিত করতে হাজার হাজার তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা পুরো এলাকা জুড়ে ঘিরে রেখেছে। এবং তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধাদের পক্ষ থেকে তাদের কে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এখন দেখার বিষয় বিনা লড়াইয়ে পন্জশির দখল করতে পারে কি না তালিবান মিলিয়েশিয়ার যোদ্ধারা।।