এশিয়া কাপে দলের সঙ্গে যোগ দিতে দুবাই যাচ্ছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার। শনিবার সন্ধ্যায় দুই ওপেনার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। দুবাইয়ে অবস্থানরত আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘ওপেনিং খুব গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু গত তিন ম্যাচে ওপেনারদের ভালো পারফরম্যান্স পাইনি। তামিমের ইনজুরির কারণে ওপেনিং নড়বড়ে অবস্থায় পড়েছে। তাই টিম ম্যানেজমেন্ট একজন ওপেনারের কথা বলেছে। তবে আমরা কোনো ঝুঁকি না নিয়ে দুইজন ওপেনারকে (দুবাইয়ে) নিয়ে আসছি। টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড প্রধানের সঙ্গে আলাপ আলোচনা করেই ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে নেয়া হচ্ছে বলে জানান আকরাম। আকরাম খান বলেন, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত সুযোগ কাজে না লাগাতে পারার কারণেই বিকল্প ভাবতে হয়েছে বিসিবিকে। তিনি বলেন, ‘লিটন ও শান্ত খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু রান করতে পারেনি। এখানকার মাঠে ২৪০-২৫০ রান জয়ের মতো স্কোর। ওরা পারফরম্যান্স করতে পারেনি বলেই আমরা ইমরুল-সৌম্যকে নিয়ে আসছি।