মোঃ তৈয়েবঃ ৫ই সেপ্টেম্বর রবিবার বরকল উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী সুবলং বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
দিন দিন হুর হুর করে বেড়েই চলেছে নিত্য পন্যের বাজার মূল্য, সে সুযোগকে পুঁজি করে নানা অপকৌশল অবলম্বনেও কমতি রাখছেনা দোকানীরা।
নিম্ন আয়ের সাধারণ মানুষ জীবন জীবিকার টানে অনেকেই না জেনেই দোকানীদের এমন দুষ্ট ফাঁদে পা দিচ্ছেন।
বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের আজ সকালে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা এর নেতৃত্ব এ অভিজান চালানো হয়। এতে একটি চায়ের দোকান দুটি মুদির দোকান থেকে তিন হাজার পাঁচ শত টাকা জরিমানা করে অপরাধিদের হুশিয়ারি দেন উপজেলা প্রশাসন। দোকানীদের নিত্য পন্যের তালিকা করে দোকানের সামনে ঝুলিয়ে রাখার নির্দেশ ও দেন। এছাড়াও বিভিন্ন দোকানের বাটখারা যাচাই ও ঔষধ ফার্মেসীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা।