মিডিয়া_সেল: অদ্য ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ০৫:০০ টায় সুনামগঞ্জ জেলা পরিষদের আয়োজনে সুনামগঞ্জ জেলা পরিষদ রেস্ট হাউজের উত্তর পাশে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি মহোদয়। সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জনাব নূরুল হুদা মুকুট এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভা মেয়র জনাব নাদের বখত প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।