আপনি নামুন আমি ধরেছি …
শেখ হাসিনার শিষ্টাচার মনের সৌন্দর্য বিশ্ব পরিবারকে সবসময় বিমোহিত করে।সেবার, অস্ট্রেলিয়ার পার্থে কমনওয়েলথ সরকার প্রধানদের তিন দিনের সভা চলছে। অনুষ্ঠানের এক পর্যায়ে সরকারের মহিলা প্রধানগণ ও বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ অফিসিয়াল গ্রুপ ছবি তোলা শেষে পর্যায়ক্রমে ডায়াস থেকে নামছিলেন। বয়স কারণে রানী এলিজাবেথ এর হাটা চলাফেরায় কষ্ট হয়। জননেত্রী শেখ হাসিনা নেমেই হাত বাড়িয়ে দিলেন রানীর প্রতি। তাকে ধরে নামতে সাহায্য করলেন।পাশেই ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।
এই আমাদের প্রধানমন্ত্রী। সবকিছুই তিনি লক্ষ্য করেন।আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এলিজাবেথ এর মনের টানও কিন্তু অন্য সকল থেকে আলাদা। কারণ বঙ্গবন্ধুর পরিবারের সাথে তাঁর বন্ধন। পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার।
বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা তাঁর শিষ্টাচার, ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সন্মান অসাধারণ মানবিক গুনাবলীতে সকল প্রটোকলের উর্ধে রেখে তাঁর মনের সৌন্দর্যের আলো ছড়িয়ে দিচ্ছে বিশ্ব পরিবারের মাঝে। তাইতো তিনি বিশ্ব পরিবারে সন্মানিত ও শ্রদ্ধার মানুষ। সত্যিই তিনি অতুলনীয়, অনন্যা।
তথ্যসুত্রঃ-
Commonwealth Heads of Government Meeting (CHOGM) on October 28, 2011 in Perth, Australia.