চীনে পাচার হবার আগেই ভারতের হিলি আন্তর্জাতিক সীমান্ত থেকে, ১৩,কোটি, টাকার সাপের বিষ উদ্ধার।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। পশ্চিম বাংলার উত্তর বঙ্গের বনবিভাগ গোপন সূত্রে খবর পেয়ে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে উদ্ধার করল চারটি জার বোঝাই সাপের বিষ। যার মূল্য আন্তর্জাতিক বাজারে প্রায় তিন কোটি টাকার উপর। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত সলিন আকতার মান্ডু নামে এক ব্যক্তি কে। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে। তাকে আদালতে তোলা হলে জামিনের আবেদন করলে তার জামিনের আবেদনের বিরোধিতা করে সরাকারি আইনজীবী জলপাইগুড়ি জেলার দায়রা আদালতের শ্রী সিন্ধু কুমার রায়। দুইপক্ষের বক্তব্য শোনার পর জলপাইগুড়ি জেলার দায়রা আদালতের বিচারক সাপের বিষ কান্ডের ধৃত ব্যক্তিকে ছয়দিনের পুলিশ হেফাজতে দিয়েছেন। তবে তিনি কি উদ্দেশ্যে ভারত থেকে চীনের পথে সাপের বিষ চালান করছিলেন তা জানার চেষ্টা করবেন বনবিভাগ ও পুলিশ । কারণ সাপের বিষ দিয়ে চীনে গুরুত্বপূর্ণ ঔষধ তৈরি করা হয়। পশ্চিম বাংলার বনমন্ত্রী শ্রী জোতিপ্রিয় মল্লিক জানান বনবিভাগ গোপন তথ্য সংগ্রহ করে একের পর এক চোরাচালান রুখছে। এবং বনবিভাগ গত পাঁচ বছরে ইস্কুল শিক্ষক ছাড়া প্রচুর বন্যপ্রাণী আইনে অনেক চোরাচালান কারীকে গ্রেফতার করছে বনবিভাগ ও পুলিশ।তাদের কাছ থেকে প্রায় কয়েকশত কোটি টাকার মাল উদ্ধার করা হয়েছে।।