রাজশাহী ব্যুরোঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মাননীয় মেয়র মোঃ আতিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ রোববার দুপুর ২টায় ডিএনসিসি‘র নগর ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময়কালে ঢাকা উত্তর সিটি ও রাজশাহী সিটির উন্নয়ন কার্যক্রম বিষয়ে মেয়র একে অপরকে অবহিত করেন।
মতবিনিময় সভায় পারস্পারিক সম্পর্ক আরো দৃঢ়করণ, দুই সিটির কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রতিনিধি দল কর্তৃক সরেজমিন সিটি পরিদর্শন ও উন্নয়ন কার্যক্রম তরান্বিত্ব করতে উভয়পক্ষের সহযোগিতা প্রদানের ব্যাপারে আলোচনা করা হয়।