মোঃ আরমান হোসেনঃ নড়াইল জেলার কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চেয়ারম্যান খান রাসেল সুইট নিজের প্রাইভেট কারের নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে তিনি এবং তার এক সফরসংগী শওকত সরদার (৫৭) নিহত হয়েছেন।
গত বুধবার ( ১৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বড়দিয়া নড়াগাতি সড়কের সীবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এসময় গাড়িতে থাকা অপর ব্যাক্তি মোঃ অলিউল্লাহ নামে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক প্রানে বেঁচে যান।
মৃত সুইট খান আব্দুল হাই খানের ছেলে এবং কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীমুর রহমান খানের ভাই এবং নিহত অপর ব্যাক্তি শওকত সরদার বড়দিয়া ইইউনাইটেড কলেজের পিয়ন হিসাবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী জানান,খান রাসেল সুইট গত বুধবার রাতে নিজের প্রাইভেট কার চালিয়ে সীবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে গাড়ি থামান। গাড়ি ঘুরিয়ে বড়দিয়ার দিকে ফিরে যাওয়ার পথে রাস্তার উপর কাঁদা থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়।
মাদ্রাসার শিক্ষক অলিউল্লাহ গাড়ির ভেতর থেকে বেরোতে পারলেও বাকি দুজন বেরোতে পারেন নাই।পরে স্থানীয়রা পানিতে নেমে দুজনের মরাদেহ উদ্ধার করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকসানা খাতুন নিহত চেয়ারম্যানের মরাদেহ তার ভাই শামীমুর রহমানের কাছে হস্তান্তর করেন।