কোনরুপ যানবাহন ব্যবহার না করে, অর্থাৎ উড়ো কিংবা জলযান কোনটিই ব্যবহার না করে শুধুমাত্র পায়ে হেঁটে ২১৮০৮ কি মি চলা সম্ভব (তবে হেঁটে কিছু ব্রিজ পার হতে হবে)।
প্রতিদিন ৮ ঘন্টা করে হাঁটলে ৫৬১ দিন আর কখনোই না থেমে বিরতিহীন হাঁটলে ১৮৭ দিন লাগবে সে পথ পেরোতে।
এই পথে ১৭টি দেশ, ৬ টা টাইম জোন এবং ৬ টি ঋতু পার হতে হবে।
হ্যাঁ, কেউ যদি পায়ে হেঁটে কেপটাউন, সাউথ আফ্রিকা থেকে মাগাদান, রাশিয়া পর্যন্ত ছবিতে অাঁকা পথ অতিক্রম করে…
সূত্রঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমানের ফেসবুক থেকে