মোঃ রাজীব হোসেনঃ বরকল উপজেলার শুভলং ইউনিয়নের বরুনাছড়ি গ্রামের ইসলামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের অধীনে ১০ দিন ব্যাপি অস্ত্র বিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হয় ৷
উক্ত সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ,সভাপতি হিসেবে অত্র বিদ্যালযয়ের প্রধান শিক্ষক আবু হানিফ, বিশেষ অতিথি হিসেবে স্কুল কমিটির পরিচালক জনাব ফজর আলি। এসময় প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার ও ভিডিপির সদস্য / সদস্যা হতে পারে এবং পরবর্তীতে আনসার ভিডিপির অধীনে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্নকর্মস্থান সৃষ্টি করে জীবন যাত্রার মান উন্নয়ন করা হয!। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীন ও উপ-মহাপরিচালক মোঃ শাহবুদ্দিন (চট্টগ্রাম রেঞ্জ) এর নির্দেশনায় ও রাঙামাটি জেলা কমান্ড্যান্ট মোঃ আব্দুল মোন্তাকিম এর তত্ত্বাবধানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হারুন অর রশিদ ৬৪ জন প্রশিক্ষনার্থীদের মাঝে এসব প্রশিক্ষণ সনদ ও ভাতা বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশিক্ষক মোহাম্মদ এহছান,শুভলং দলনেতা ইব্রাহীম, দলনেত্রী খতোয়ারা বেগম সহ অনেকই।