রাজিবঃআজ ১৯ শে সেপ্টেম্বর ২০২১ সকাল ৯টায় বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নে চাপ্পিয়াছড়া এলাকায় ধাম্মাসিদ্ধিকারাম বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকৌশলী তুসিত চাকমা, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় পাড়া মহল্লার দায়ক দায়িকা বৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মঙ্গল জ্যোতি মহাথের
বৌদ্ধভিক্ষু হাজাছড়া সাম্য মৈত্রী বৌদ্ধ বিহার।
অনুষ্ঠানে উপস্থিত লগ্নে ধর্মীয় অনুরাগীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়।
আয়োজনে স্বাগত বক্তব্যে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নন্দীত চাকমা অতিথি বৃন্দ দের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিহারের উন্নয়ন ও বৌদ্ধভিক্ষু আবাসন নির্মাণের দাবি করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা প্রধাণ অতিথিকে বরকল আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন বরকল উপজেলা পার্বত্য অঞ্চলের মধ্যে অন্যতম একটি দূর্গম উপজেলা। এখানে গুনি জনদের আগমন খুবই জরুরী কারণ তাদের ছোঁয়াতে এখানকার উন্নয়ন বিদ্যমান।
প্রধান অতিথির বক্তব্যে নিখিল কুমার চাকমা বলেন পাহাড়ের প্রত্যন্ত এলাকার মানুষ আমার খুবই আপন, আপনাদের মুখে স্যার ডাক শুনতে কেমন জানি আমার কাছে বেমানান লাগে আমি এখানে কারো ভাই, কারো ছেলে বা অন্য কিছু হই আপনারা স্যার ডেকে পড় করবেন না। আমি এখানের মানুষের বৈচিত্র্য সম্পর্কে জানি আপনাদের ভিক্ষু আবাসন প্রকল্পের কাজ অতিশীঘ্র করে দিবার চেষ্টা করবো। আপনারা সবাই ধর্মীয় অনুশাসন মেনে সর্গীয় হন।
এরপরে বৌদ্ধভিক্ষু মঙ্গল জ্যোতি মহাথের এর ধর্মীয় নীতি নির্দেশনা মূলক বানীর মধ্যে দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
আয়োজন শেষে (চেয়ারম্যান পাড়ায়) পাড়া কেন্দ্র স্কুল পরিদর্শন করে রাঙ্গামাটির পথে ফিরেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিলর কুমার চাকমা মহোদয় ।