মনিরুজ্জামান (মহসিন),নলতা, কালিগঞ্জ থেকে :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা, মাঘুরালী, সেহারা, খানজিয়া, পূর্ব নলতা, কাজলা, কাশিবাটী, সন্নাসীরচক, বাবুরাবাদ, চৌবাড়ীয়া, ভাড়াশিমলা সহ আশ-পাশের সকল এলাকা ২০ সেপ্টেম্বর দিবাগত রাত থেকে প্রায় সারাদিন মুহুর মুহুর প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিসাধন হয়েছে লক্ষ লক্ষ টাকার।
ঘের-বেড়ি, পুকুর, খাল-বিল, নদী-নালা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ব্যবসা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন অফিস, উপাসনালয়, হাট-বাজার, খেলার মাঠ, ফসল ক্ষেত, রাস্তা-ঘাট সর্বত্র পানিতে একাকার।
সবচেয়ে ক্ষতিসাধন হয়েছে মৎস্য চাষে। ঘের-বেড়ি, পুকুর সব ডুবে একাকার হয়ে লক্ষ লক্ষ টাকার মৎস্যের ক্ষতি হওয়ায় ঘের মালিকরা দিশেহারা হয়ে পড়েছে।
একদিকে ভাইরাস অপরদিকে যেটুকু ঘেরের উপর ভরসা ছিল তা ডুবে কারো জন্য পৌষ হলেও বেশির ভাগ ঘের ব্যবসায়ীর কপালে জুটেছে সর্বনাশের ছোবল।
তাই জলাবদ্ধতা দূরীকরণে খাল-বিল, নয়েন জোল তথা পানি নিষ্কাশন ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকরী ব্যবস্থা গ্রহণে সচেতন মহল জোর দাবী জানিয়েছেন।