হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরসহ বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির ফলে হাটু পানিতে ডুবে রয়েছে। শিক্ষার্থীরা অনেক কষ্টে ভিজে পড়ে স্কুলে যাতায়াত করছে। কয়েকদিনের টানা বর্ষনে এহাল অবস্থা হয়েছে। পানি নিস্কাশনের পরিবেশ না রেখে যত্রতত্রে বাড়ি ঘর, দোকানপাট নির্মন করায় এমন অবস্থা হয়েছে বলেন সচেতন সমাজের বক্তব্য। এছাড়াও অত্র নলতা এলাকায় কিছু কিছু যায়গায় কাঁচা ঘর বাড়ি ধসে পড়েছে। ফসলি জমি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সরেজমিন পরিদর্শনে যান ও সকলের খোজ খবর নেন।