ভারতের গুজরাটের মুন্দ্রা সমুদ্র বন্দরে আটক, ১৯,হাজার, কোটি টাকার আফগানিস্তানের হেরোইন।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ ভারতের গোয়েন্দা সংস্থা সমুদ্র বন্দর এলাকার ডি আর ডি, গুজরাট রাজ্যের মুন্দ্রা সমুদ্র বন্দর থেকে আফগানিস্তান থেকে আসা দুই টি হেরোইন ভর্তি কন্টেনার কে আটক করেছে। এই কন্টেনার মধ্যে ছিল প্রায় তিন টন আফগানিস্তানের হেরোইন। যায় বাজার মূল্য প্রায়, ১৯,হাজার, ৪০,কোটি, ভারতীয় টাকা। তবে কন্টেনার ভর্তি যে হেরোইন ছিল তা সহজেই বোঝা যায় নি। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা ডি আর আই যখন জাহাজের কন্টেনার খোলে তখন কন্টেনার মধ্যে সারি সারি ভর্তি আফগানিস্তানের শীল মারা হেরোইন । এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুই জন কে গ্রেফতার করে গুজরাটের পুলিশ। তবে ভারতের গোয়েন্দা সংস্থা ডি আর আই এর ধারণা যে এই হেরোইন ভর্তি কন্টেনার টি এসেছে ইরানের মধ্যে দিয়ে ভারতের গুজরাটের মুন্দ্রা সমুদ্র বন্দর এলাকায়। তবে কন্টেনার এর মালিক কে তা বোঝা যাচ্ছে না। কারণ পৃথিবীর মধ্যে, ৮০,ই, ভাগ হেরোইন রপ্তানি করে আফগানিস্তান। সম্প্রতি আফগানিস্তানের সরকার পত্তন হওয়ার পর এত বড় ধরনের কাজ কে করল তার খোঁজ শুরু করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। সেই সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ডি আর আই এর পক্ষ থেকে ভারতের কলকাতা ও হলদিয়া বন্দর ও চেন্নাই এবং বোম্বাই ও বিশাখাপত্তনম সহ সব সমুদ্র বন্দর কে রেড এলার্ম দিয়েছেন। ভারতের নৌ বাহিনীর পক্ষ থেকে সমুদ্র বন্দর এলাকায় কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।।