আজ কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশে সহ শরীরে হাজির দিলেন পশ্চিম বাংলার পুলিশের ডি জি শ্রী মনোজ মালব্য।। দুটি বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে কেন গ্রেফতারীয় পরোয়ানা জারি করার আদেশ মান্য করা হয়নি, তার কৈফিয়ত দিতে পশ্চিম বাংলার ডি জি কে সহ শরীরে কলকাতা হাইকোর্টে হাজির দেবার নির্দেশ দেন। এবং তার কাছ থেকে ব্যাখ্যা চান কিসের জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের ধরা হয় নি। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দাল ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজ এর ডিভিশন বেঞ্চ এ হাজির হতে হয় পশ্চিম বাংলার ডি জি শ্রী মনোজ মালব্য আই পি এস কে। কারণ বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলে কলকাতা হাইকোর্ট। তখন পশ্চিম বাংলার ডি জি ছিলেন শ্রী বিরেন্দ্র আই পি এস। এবং তৎকালীন ডি আই জি ছিলেন পশ্চিম বাংলার শ্রী মনোজ মালব্য আই পি এস। শ্রী মনোজ মালব্য আই পি এস হন, ১৯৮৬,সালে। সিনিয়র আই পি এস হিসেবে ও বর্তমান ডি জি হিসেবে দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। তাই কেন তাদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি তা জানতে ও আদালত অবমাননার দায়ে আজ পশ্চিম বাংলার ডি জি শ্রী মনোজ মালব্য কে হাজির দিতে বলা হয়। এবং আজ ডি জি শ্রী মনোজ মালব্য আই পি এস তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দাল ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজ এর ডিভিশন বেঞ্চ এ হাজির হন।এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দাল ও বিচারপতি শ্রী রাজষি ভরদ্বাজ এর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন যে এই বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নিতে হবে। প্রয়োজন হয় তাদেরকে গ্রেফতার করে কোর্টে হাজির করাতে হবে।ডি জি শ্রী মনোজ মালব্য আই পি এস কোর্ট কে বলেন তিনি সবধরনের সাহায্য করবেন বেআইনি অর্থ লগ্নি কারি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।