জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছোট ভাই ও সাতক্ষীরা জেলার এএইচ মোখলেছুর নীরব বর্তমান লিভারের সমস্যায় মৃত্যু শয্যায়। নিজের চোখকেও অনেকে বিশ্বাস করতে পারছে না.. মিলাতে পারছে না কিছুদিন আগের নীরবের সাথে আজকের নীরবকে!!
ডাক্তার বলেছে, ওর শেষ সময় চলছে…..
তবুও আমরা চাই ওকে বাচিঁয়ে রাখতে, শেষদিন পর্যন্ত ওর পাশে থাকতে!!!
গতকাল থেকে নীরব আজ অনেকটাই সুস্থ। অনেকের সাথে ওর কথা হয়েছে। কথার সারমর্ম হলো লিভার থেকে পানি চলে গেলেই আমি বাঁচবো। ভাই আমি বাঁচতে চাই। আমরাও চাই সে আমাদের মাঝে ফিরে আসুক। প্রতিদিন ওর জন্য ৫০০০ টাকা করে খরচ হচ্ছে। হাসপাতাল খরচ ২০০০ ও স্যালাইনের দাম ৩০০০। সবাই নিজ নিজ সামর্থ্যানুযায়ী সহযোগিতা করেন প্লিজ।
বিকাশ নাম্বারঃ
01673190297 (Rifat)
01926884535 (Arup)
রকেট (ডাচ বাংলা):
01673190297-7