ভারতের মোকাবেলা করতে চিন থেকে, ২৫০,টি, ১৫৫,মিমি, ৫২,ক্যালিবল, ট্রান্ক মাউন্টেন হাতে পেতে চলেছে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। পাকিস্তান যখন ভারতের জম্মু ও কাশ্মীরের মধ্যে ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানের জন্য সু খবর দিয়েছে চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা তাদের মিত্র দেশ পাকিস্তান কে অত্যাধুনিক প্রযুক্তির, ১৫৫, মিমির, ৫২,ক্যালিবল, মাউন্টেন ট্রান্ক দিতে চলেছে। যা ভারতের কাছে থাকা, ৭৭৭,ট্রান্ক, কামান। এগুলো ট্রাক করে নিয়ে যেতে পারে। পাকিস্তান গত, ২০১২,সালে, ২২0,টি, আল খালিদ ট্রান্ক কামান কেনার জন্য চুক্তিবদ্ধ হয়। কিন্তু তা বাতিল করে দেয় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী জনাব ইমরান খান। তিনি পাকিস্তানের সাথে যুক্ত বদ্ধ হয়, ২৫০,টি, ১৫৫,মিমির, ৫২,ক্যালিবল, মাউন্টেন ট্র্যাঙ্ক। যা ভারতের সাথে পাল্লা দিতে প্রস্তুত করা হবে। পাকিস্তান ইতিমধ্যেই চিনের কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির মারন অস্ত্র কিনেছেন ভারতের মোকাবিলা করতে। তবে ভারতের সামরিক বাহিনী কিন্তু সবধরনের পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্র কে প্রতিহত করতে সক্ষম আছে।।