স্মারকলিপিঅনুষ্ঠিত হবার কথা ছিলো ২০২০ সালের ডিসেম্বর মাসে।
কিন্তু করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় সেই সময় কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হয় নি।
এদিকে আগস্ট এ দেওয়া সার্কুলারে কাউন্সিল বলেছিলো আবেদন করতে হলে সর্বনিম্ন বয়স ২২ এর নিচে হতে হবে।
এতেই বিপত্তি ঘটে দীর্ঘ ৯মাসের দেরিতে পরীক্ষা নিলেও বয়স সীমা শিথিল না করে বরং নতুন করে বয়স সীমা বেধে দেয় কাউন্সিল। সেসময়ে ২২উর্ধ্বে সবাই আবেদন করেছিলো।
বিপত্তি বাধে ২৩ সেপ্টেম্বর এ প্রবেশপত্র উত্তোলনের সময় গেলে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে দেখা যায় আপনি কাউন্সিল পরীক্ষায় বসার যোগ্য নন।
এদিকে শিক্ষার্থী সুমন সহ বাদ পড়া শিক্ষার্থী রা আজ কাউন্সিল এ বয়স শিথিলতার বিষয় এ স্মারক লিপি জমা দিয়েছে।
এ সময় তাদের কে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়