“আমি তোমাকেই বুকে ধরে রাখবো
তুমি আমার আমি তোমার…
আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও।।
“ওপারের ডাক যদি আসে,
শেষ খেয়া হয় পাড়ি দিতে,
মরণ তোমার কোনদিনও পারবে না কভু কেড়ে নিতে”
এটি প্রচন্ড জনপ্রিয় রোমান্টিক বাংলা গানের অন্তরা,,এক কথায় বাংলা সঙ্গীতের মাইল স্টোন। রোমান্টিক জগতে গানটি যেমন অমর, তেমনই অমর “লাভার্স অব ভালদারো” নামের এক জোড়া নরনারীর কঙ্কাল,, ঠিক যেন ওদেরই অমরত্ব দিতে গানটি লেখা হয়েছে…
মরণের পরেও ছয় হাজার বছর ধরে একসাথে রয়েছে ওরা, ঠিক একে অপরের মুখোমুখি দু’টো কংকাল, দু-হাত, বাহু এবং দুই পা দিয়ে একে অন্য কে পেচিয়ে ধরে রেখেছে। আলিঙ্গন করে ধরে রেখেছে একে-অপরকে এই যুগল। উভয়েরই বয়স কুড়ি ছুঁই ছুঁই। ওদের মরণও হয়েছে জড়িয়ে ধরে। রক্ত মাংস শরীর মিশে গেছে মাটিতে, পড়ে রয়েছে হাড়, তাও মিলে মিশে..
২০০৭ সালে প্রত্নতাত্ত্বিক খননের সময়ে উত্তর ইটালির মান তুয়া (Mantua) শহরের ভালডারো (Valdaro) গ্রাম থেকে কংকাল দুটো উদ্ধার হয়। প্রত্নতাতাত্ত্বিক গবেষণায় জানা গেছে, কংকাল দুটো “নিওলিথিক” যুগের নর ও নারীর, বয়স ১৮-২০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চির মতো, সম্ভবতঃ ৫০০০-৪০০০ খ্রিস্ট-পূর্বাব্দের অর্থাৎ ৬০০০ বছরের পুরোণো । হয়তো ওরা একসাথে মরণকে বরণ করেছিলো নয়তো এভাবেই সমাধিস্থ হয়েছিল কিংবা মাটির তলায় একসাথে চাপা পড়ে মৃত্যু হয়ে ছিলো। মরণ যেভাবেই হোক আজও ওরা একসাথে, গত ৬০০০ বছরে পৃথিবীর উপর অনেক দূর্যোগ বয়ে গেছে কিন্তু কোন কিছুই ওদের আলাদা করে নি…
প্রকৃতির মতোই কর্তৃপক্ষ মান রেখেছে ওদের, এ জুটির নতুন ঠিকানা ইটালির মান্তুয়া ন্যাশনাল আর্কিওলজিক্যাল মিউজিয়াম, ১১ এপ্রিল ২০১৪ থেকে, বলা বাহুল্য অবিচ্ছিন্ন অবস্থায়ই রেখে। ইতিমধ্যে তারা পরিচিত হয়েছে “Lovers of Valdaro” নামে। জানা মতে, এ যাবৎ এটাই সবচেয়ে দীর্ঘ সময়ের অবিচ্ছিন্ন জুটি। ওদের অন্তিম আলিঙ্গন (Eternal hug) ইতিমধ্যে ৬০০০ বছর পার করেছে, এবার হয়তো মানব সভ্যতারও অবিচ্ছিন্ন সাথি হয়ে রবে…
Attn: Reza Rahman Ifteqhar Hussain Khan
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান।।