সেলিম শাহারীয়ারঃআজ ৩০.০৯.২০২১ রোজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার উদীচী শিল্পীগোষ্ঠি কালিগঞ্জ উপজেলা শাখা সংসদ এর আয়োজনে কালিগঞ্জ উপজেলার উদীচী শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠা বার্ষিকী রেডিও নলতা কন্সফারেন্স রুমে উৎযাপিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদস্যদের পরিবেশনা এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেলিম শাহারীয়ার সভাপতি, উদীচী শিল্পীগোষ্ঠি কালিগঞ্জ উপজেলা শাখা, আলোচক হিসাবে আলোচনা রাখেন বাবু শান্তি গোপাল চক্রবর্তী,বাবু সঞ্জয় সরকার,বাবু তাপশ ঘোষ, রুমা আক্তার প্রমুখ। ২০১৯ সালের এইদিনে কালিগঞ্জ উপজেলায় তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি এবং তার সহধর্মীনি মিসেস ইলা হক এর পৃষ্ঠপোষকতায় ও উপস্থিতিতে মন্ত্রী মহোদয়ের নলতাস্থ বাসভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কালিগঞ্জ শাথার আত্নপ্রকাশ ঘটে। অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি মহোদয় বলেন- “যে জাতি যত সংস্কৃতিতে উন্নত সে জাতি তত সমৃদ্ধ। আমরা আমাদের সন্তানদের সুস্থ্যধারার সংস্কৃতি চর্চা অব্যহত রাখতে চাই।প্রান্তিক সুবিধা বঞ্চিত মেধাবীদের গান, নৃত্য ও অবৃত্তিতে সুযোগ সৃষ্টি করতে হবে….” ।
আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবারের ন্যায় এবারও সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অতিবৃষ্টি ও নিন্মচাপের কারনে ১ মাস পিছিয়ে দিয়ে ৩০ অক্টেবর ২০২১ তারিখে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও উদীচী শিল্পীগোষ্ঠি কালিগঞ্জ উপজেলা শাখা সংসদ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে তেমনি ৩০ অক্টেবর ২০২১ তারিখে ডেঙ্গু ও করোনার ৩য় ঢেও নিয়ে আমাদের সচেতনতা বিষয়ক একটি রেডিও টক-শো করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর সংগীতানুষ্ঠান ও আলোচনা সভায় প্রস্তুতি নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে বাবু সঞ্জয় সরকার কে সংগীত, রুমা আক্তারকে নৃত্য, আবৃত্তিতে কানন বালা কর্মকার, যন্ত্র ও আবহে বাবু তাপস ঘোষ এবং রেডিও নলতায় আনুষ্ঠান অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার নিয়ে বাবু সুকুমার দাস বাচ্চু, জাহাঙ্গীর আলম ও রাশিদা আক্তারকে দায়িত্ব দেয়া হয়েছে। আজকের অনুষ্ঠানের পরিবেশনা পর্বে সদস্যদের সংগীত পরিবেশনা ও আবৃত্তি পরিবেশন করেন এসময় অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠি কালিগঞ্জ উপজেলা শাখা সংসদ এর সকল সদস্য উপস্থিত ছিলেন।