মোঃ আবু তৈয়ব:
রাঙামাটি আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২১ এ আইনশৃঙ্খলা বাহিনী থাকছে মাঠে ।৩০ সেপ্টেম্বর ২০২১ খ্রি. আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২১ উদযাপন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে। উক্ত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয়।
সভায় পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন মহোদয় বলেন, আসন্ন শারদীয় দুর্গা পূজা ২০২১ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার অভ্যন্তরীণ সকল পূজা মন্ডপ গুলোতে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইন-শৃঙ্খলার ও নিরপত্তার ব্যবস্থা করা হবে। করোনা মহামারির কারণে সবাইকে পূজা মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলার, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করার, মন্দির প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং পুরুষ-মহিলার জন্য আলাদা প্রবেশ ও বাহির পথ রাখার জন্য পূজা উদযাপন কমিটির সদস্যদের পুলিশ সুপার মহোদয় আহ্বান জানান।
এসময় রাঙ্গামাটি পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।