নিবন্ধনের জন্য যে সমস্ত নিউজ পোর্টাল ইতিমধ্যে আবেদন করেছেন তাদেরকে পর্যায়ক্রমে নিবন্ধন এর ব্যবস্থা করা হবে। ঢালাওভাবে অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করা ঠিক হবে না এবং এটা সরকার করবে না। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ সচিবালয় এসব কথা বলেন।
সম্প্রতি সরকারি এবং নিবন্ধিত অনেকগুলো অনলাইন সংবাদপোর্টাল বিটিআরসি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল, এপ্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল এবং সেটি খুব দ্রুততার সাথে নিরসন হয়েছে।
অনলাইন পোর্টাল বন্ধ করা এবং অনুমোদন দেয়া দু’টিই চলমান প্রক্রিয়া। যে অনলাইন পোর্টালগুলো গর্হিত কাজ করে কিম্বা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয় কিম্বা গুজব রটায়, সেগুলো বন্ধ করা চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে আমরা খুব সহসা বিটিআরসিকে তালিকা দেবো। সেই সাথে আদালতকেও আমরা জানাবো যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং সবগুলো একসাথে বন্ধ করে দেয়া কতটা যুক্তিযুক্ত হবে, তা ভাবার প্রয়োজন রয়েছে।’
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল ওনার্স ফোরামের মহাসচিব মোঃ আব্দুর রহমান ‘মানুষের কল্যাণে প্রতিদিন’ এর সম্পাদক কবির নেওয়াজ রাজ কে বলেন,এশিয়ার সার্কভুক্ত দেশগুলোতে সরকারের অনুমতি ছাড়া কোন নিউজ পোর্টাল ওয়েবসাইটে তৈরি করতে পারে না, কিন্তু বাংলাদেশে হাজার হাজার নিউজপোর্টাল চলছে এবং স্বাধীনভাবেই কাজ করছে । সরকার বাধাও দিচ্ছে না। এই সুযোগে কিছু নিউজ পোর্টাল দেশ ও সরকার বিরোধী উস্কানিমূলক কাজে ব্যস্ত। সরকার সে সমস্ত নিউজ পোর্টাল গুলোর উপর এই ব্যবস্থা নিবে।
এবং ইতিমধ্যে সরকারের যাবতীয় নিয়ম-কানুন মেনে দরখাস্তের সাথে বিভিন্ন কাগজপত্র জমা দিয়ে যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তারা কিন্তু রাষ্ট্রের জন্য ক্ষতিকর,দেশ ও সরকার বিরোধী উস্কানিমূলক
নিউজগুলো প্রচার করে না এবং তারা বন্ধের আওতায় পড়বে না এ নিশ্চয়তা মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী দিয়েছেন।