আশফাক আহমদ,বাহরাইন:লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি(LMRA)এর কর্তৃপক্ষ রাজধানী মানামায় ব্যাপক অভিযান চালায়।
এলএমআরএ’র ডেপুটি সিইও অব লিগ্যাল কন্ট্রোল -ড. খালেদ মোহাম্মদ আঃ রহমান ও বাহরাইন সরকারের অন্যান্য কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে গতকাল (২রা অক্টোবর)রাত এই অভিযানটি মানামার ছা’ছা’ নামক রোডের বেশ কিছু দোকানের এরিয়াতে পরিচালিত হয়। অভিযানকালে সরকারি কর্তৃপক্ষ ঐসকল বাংলাদেশী কর্মীদের আটক করেন, যারা নগর আইন, স্বাস্থ্যবিধি আইন, শ্রমবাজার সংক্রান্ত নিয়মাবলি ভঙ্গ করে রাস্তায় অবৈধভাবে কেনা-বেচার দোকান/স্টল বসিয়েছিলেন। উক্ত অভিযানের মূল উদ্দেশ্য ছিল- বৈধভাবে শ্রমবাজারে কাজের পরিবেশ ফিরিয়ে আনা।
লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি (LMRA)-এর ডেপুটি সিইও অব লিগ্যাল কন্ট্রোল ড. খালেদ মোহাম্মদ আঃ রহমান বলেন- “অভিযান চলাকালে যেসকল কর্মী বাহরাইন সরকারের আইন লঙ্ঘন করে রাস্তায় কেনা-বেচারত অবস্থায় ধরা পড়বে, ভবিষৎতে তাদেরকে বৈধ কাজের ভিসা দেয়া হবে না এবং নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করার সুযোগও দেয়া হবে না। তাদের জন্য বাহরাইন সরকারের সিদ্ধান্ত হল- স্বদেশে প্রত্যাবর্তন করানো। এবং তাদেরকে আর কখনোই বাহরাইনে ফিরে আসার সুযোগ দেয়া হবে না”। তিনি আরও বলেন- “কাজের সুন্দর পরিবেশ ও সুসংগঠিত শ্রমবাজার তৈরির প্রত্যয়ে বাহরাইন সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। শ্রমবাজারের নেতিবাচক দিকগুলো সমাধান করে একটি দক্ষ, সুশীল ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই অভিযানগুলো পরিচালিত হচ্ছে। বাহরাইনের শ্রমবাজারের উন্নতি ও নেতিবাচক প্রভাব দূরার করার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করতে হবে। যেসকল প্রবাসী কর্মী বাহরাইনের শ্রম আইন ভঙ্গ করবে, তাদের সাথে কোন ধরনের লেনদেন না করার জন্য দেশের সাধারণ নাগরিকদের প্রতি তিনি বিশেষ আহবান জানান। শ্রমবাজারের নিয়ম বর্হিভূত কোন কর্মকান্ড পরিলক্ষিত হলে বা অবৈধ কর্মীর বিষয়ে কোন অভিযোগ থাকলে, তিনি এলএমআরএ-এর কল সেন্টার নাম্বারে সরাসারি যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
এলএমআরএ ও বাহরাইন সরকারের বিভিন্ন সংস্থার সম্মিলিত উদ্যোগে এই জাতিয় অভিযান প্রতি সপ্তাহেই দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত হয়ে আসছে এবং হবে। সেলক্ষ্যে সকল প্রবাসী কর্মীদের সতর্কতার সাথে বাহরাইনের আইন-কানুন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।