হাফিজুর রহমান শিমুলঃ ন্যায্যতা ভিত্তিক টেকসই বিশ্ব ফিরিয়ে আনব এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিস কনসোর্টিয়ামের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় পক্ষকাল ব্যাপী অনলাইন/ অফলাইন শান্তি সম্প্রতি ও সহনশীলতার প্রচার-অভিযানের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার(০৫ অক্টোবর) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রাণী ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিশিষ্ট সংস্কৃতি ব্যাক্তিত্ব বিজয় থিয়েটারের সরদার গিয়াসউদ্দিন আহমেদ৷ অনুষ্ঠানের প্রজেক্ট এর মধ্যে প্রেজেন্টেশন রূপান্তরের ডকুমেন্টেশন প্রদর্শন করেন দেবহাটা উপজেলার রূপান্তরের সমন্বয়ক তহিদুজ্জামান। এসময় অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি। পুরস্কার বিজয়ীরা হলেন শেখ আতিকুর রহমান এবং হাসিব শান্ত। দুজনে শুভেচ্ছা বক্তব্য সহ তাদের অভিমত ব্যক্ত করেন। এসময় ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মথুরেশপুর ইউনিয়নের আজিজুর রহমান, রতনপুর ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জু আরা খাতুন সহ ১২ টি ইউনিয়নের ক্লাবের সদস্য সদস্যাবৃন্দ। উল্লেখ্য গত ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে এই অনলাইন অফলাইন পক্ষকালব্যাপী প্রচার অভিযান শুরু হয়।