আজ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। কেন্দ্রীয় আইন মন্ত্রলায়ের সুপারিশ অনুযায়ী এবং ভারতের সুপ্রিম কোর্টের কলোজিয়াম এর নিয়ম অনুসারে আজ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করবেন সাবেক উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব। তিনি বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দলালের যায়গায় আসছেন। এবং উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ করতে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের ভার প্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী রাজেশ বিন্দলালের যায়গায়। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তব কে শপথ বাক্য পাঠ করাবেন পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী জগদীশ ধনকড়।সেই সাথে কলকাতা হাইকোর্টের, ৫,বিচারপতি, বদলি করা হবে সেখানে নতুন বিচারপতি হিসাবে অন্য হাইকোর্টের বিচারপতিরা আসবেন।।