আজ থেকে ভারতের আন্তর্জাতিক সীমান্তে, ৫০,কিলোমিটার, এলাকার মধ্যে যে পরিস্তিতিতে ধড়পাকড়ের করতে পারবে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আজ কেন্দ্রীয় সরাস্ট্র মন্তালয়ের নির্দেশে বিশেষ ক্ষমতা দেওয়া হল ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের। এবার থেকে যে কোন পরিস্তিতিতে যে কোন বিষয়ে, ৫০,কিলোমিটার, সীমান্ত থেকে ধড়পাকড়ের করার ক্ষমতা দেওয়া হয়েছে। এতদিন ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের, ১৪,কিলোমিটার, মধ্যে ধড়পাকড়ের ক্ষমতা দেওয়া ছিল। কিন্তু কেন্দ্রীয় সরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ এক নির্দেশ দিয়েছেন যে এবার থেকে ভারতের সীমান্ত এলাকায়, ৫০,কিলোমিটার, পযন্ত এলাকায় সন্দেহ জনক কিছু থাকলে ধরতে পারে ও সিজ করতে পারে। কেন্দ্রীয় সরাস্ট্র মন্তালয়ের এই নিধনের বিরুদ্ধে সবর হয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী চরনজিৎ সিঙ ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদ করেন। তাদের দাবি এর ফলে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্যে সরকারের যে যুক্তরাষ্ট্রীয় কাঠমৈ এবং ক্ষমতা দেওয়া হয়েছে তার অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন।।এই আইনের ফলে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা পাঞ্জাবের সাথে পাকিস্তানের এবং ভারতের সাথে বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত এলাকায় ক্ষমতার অপব্যবহার করবেন কেন্দ্রীয় সরকার। তাই এই নিয়মের প্রতিবাদ করেছেন।।