হাওড়ার ব্যান্ডেল থেকে ধৃত বাংলাদেশের নারায়ণগঞ্জের ছয় যুবক, হুজির সাথে যোগাযোগ আছে কি না খেতিয়ে দেখছেন গোয়েন্দা।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। সুদূর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা থেকে ভারতের সীমান্ত অতিক্রম করে সোজা ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার ব্যান্ডেল এলাকায় ঘরভাড়া করে থাক ছিলেন বাংলাদেশের এই ছয় নাগরিক। সেই সঙ্গে তাঁরা বানিয়ে ফেলেছিলেন ভারতের আধার কার্ড ও ভোটার আই ডি । কিন্তু শেষ রক্ষা হয়নি তার আগেই তাদের গতিবিধি লক্ষ্য রাখছিলেন ভারতের গোয়েন্দা সংস্থা। অবশেষে গতকাল গভীর রাতে হাওড়ার ব্যান্ডেল এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের সাথে বাংলাদেশের হুজির যোগাযোগ আছে কি না তা খেতিয়ে দেখছেন ভারতের গোয়েন্দা পুলিশ। ভারতের গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই যোগাযোগ করছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে। সেই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সবধরনের যোগাযোগ ও তথ্য সংগ্রহ করে দেওয়া হয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে।ধৃত ব্যক্তিদের আজ আদালতে তোলা হবে।।