এবার পূজাতেই পশ্চিম বাংলার পাচ দিনে মদ বিক্রি করে আয় হয়েছে, প্রায়, ১০০,কোটি, টাকা। যা গত বছরের দ্বিগুণ।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। কোভিড করোনা পরিস্তিতিতে যখন সব কিছু বন্ধ করে দিয়েছিল পশ্চিম বাংলার সরকার। ঠিক তখনই মদ খোরদের খুলে রেখেছিল মদ দোকানের দরজা। যখন সাধারণ মানুষের খাবার অন্য জোটাতে হিসমিশ খাচ্ছে তখন পশ্চিম বাংলার মদ খোররা নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন নামি ও দামি দেশি ও বিদেশি মদ। মাল্লু ফেললেই হাতের মুঠোয় চলে আসছে মদ। এবং দীর্ঘ লাইন দিয়ে মদ কিনতে দেখা গেছে মদ খোরদের। এই মদের একটি বড় আয় ঢুকেছে কর বাবুদ পশ্চিম বাংলা সরকারের ঘরে। গত দুর্গা পূজার পাচ দিনে সারা পশ্চিম বাংলায় মদ বিক্রি হয়েছে প্রায়, ১০০,কোটি, টাকার। গতবছর ছিল প্রায়, ৪৫,কোটি, টাকা যা এ বছরের দুই গুন বেশি। সুধুমাত্র পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মদ বিক্রি হয়েছে প্রায়, ২৮,কোটি, টাকা। এবারের দুর্গা পূজার সময় সব মদ দোকান খোলা ছিল। পশ্চিম বাংলার বিরোধী দলের নেতাদের কথা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় যখন সাধারণ মানুষের কাছে ত্রাণ বিতরণ ঠিক মতো পৌঁছে যাচ্ছে না। ঠিক তখনই মদ খোরদের মদ যোগান দিতে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যখন ঠিক মতো রেশনের চাল গম ও ডাল পাচ্ছেন না। ঠিক তখনই মদ খোরদের মদ যোগানের অভাব রাখছে না পশ্চিম বাংলার সরকার।। তবে মদ বিক্রি থেকে একটি বড় আয় আসে পশ্চিম বাংলার সরকারের। যা দিয়ে সরকারি কর্মচারী ও অন্যান্য কিছু খাতে ব্যয় করে পশ্চিম বাংলার সরকার।।