খাইরুল আলম: নডাইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলমকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ।
মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া রাম নারায়ন পাবলিক লাইব্রেরী হল রুমে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন এর উপস্থিতিতে লিখিত বক্তব্য সংবাদ সম্মেলন পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফয়েজুল হক রোম।
লোহাগড়া পৌরসভার বিদ্রোহী প্রার্থী মো আশরাফুল আলম বর্তমান লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি একই সাথে ঊপজেলা যুবলীগের ও সভাপতি তিনি।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন জানান, গত ১৩ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের ৯ সদস্য বিশিষ্ট কমিটির এক জরুরী সভায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়ে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য নড়াইল জেলা আওয়ামীলীগকে লিখিত সুপারিশ করে। তিনি আরও জানান, দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ বিদ্রোহী প্রার্থীর সাথে কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিকদার আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম সম্পাদক শেখ সিহানুক রহমান, সাজ্জাদ হোসেন মুন্না, আওয়ামীলীগ নেতা সলিমউল্লাহ পাপ্পু, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, সম্পাদক জাকির হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।
আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমানকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মঈন হাসান কাজল কাস্তে-হাতুড়ি প্রতিক নিয়ে নির্বাচনি প্রতিদ্বন্ধিতা করছেন।