হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস, বিশ্ব হাত ধোয়া দিবসে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “স্যানিটেশন নিশ্চিত করি সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার(২১ অক্টোবর) বেলা ১১ টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “আমাদের হাতেই আমাদের ভবিষ্যৎ চলো একসঙ্গে চলি” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়ের সভাপতিত্বে ও সুকুমার দাস বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, সহকারি শিক্ষিকা কনিকা সরকার প্রমূখ। অনুষ্ঠানে বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের ও এস এস ও উৎপল মণ্ডল ও রিপন কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।