বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে ওমর ফারুক সভাপতি ও দীপ আজাদ মহাসচিব নির্বাচিত হওয়ায় বিএমএসএফ’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া কমিটির অপরাপর নেতৃবৃন্দের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
বিএমএসএফ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষা, দাবি ও অধিকার আদায়ে বিএফইউজের নতুন নেতৃবৃন্দ আগের চেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করা হয়। ( সংবাদ বিজ্ঞপ্তি)।