ভারতের কেরালা রাজ্যের বন্যা ও পাহাড়ের ধসে মৃত্যু ফৌজিয়ার চার সন্তান,সেই দৃশ্য দেখে আতকে উঠলো গোটা দেশ।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। গত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাত ও বন্য হয়ে চলেছে। বিরামহীন বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে গেছে। খাবারের হাহাকার চারিদিকে। তার মধ্যে আজ একটি মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে কেরালা পাহাড়ি এলাকায়। এই পাহাড়ি এলাকায় বসবাস করতেন কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ। অতি বৃষ্টির কারণে ও হড়কা বানে পাহাড়ের পাদদেশে ধস নেমে বন্যায় ভেসে যেতে দেখা যায় ফৌজিয়ার পরিবারের। ফৌজিয়ার পুত্র আমিন, আমন, কন্যা আফসারা ও আফিয়ান কে উদ্ধার করতে এগিয়ে যায় মা ফৌজিয়ার। কিন্তু প্রবল বন্যার তোড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গিয়ে অন্য যায়গায়। তাদের উদ্ধার করতে নামে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা ও ভারতের বন্যা মোকাবেলা ব্যবস্তা মোকাবিলা বাহিনীর সদস্যরা। এবং কেরালা পুলিশের সদস্যরা এবং স্হানীয় মানুষজন। পরে দেখা যায় যে ফৌজিয়ার পুত্র ও কন্যা সন্তানরা একে অপরের জড়িয়ে মরে ভেসে আসে। এই দৃশ্য ও অবস্থা দেখে কন্ঠরুদ্ধ হয়ে পড়ে উদ্ধার করতে আসা সামরিক বাহিনীর সদস্যরা ও অন্যান্য মানুষ জন। এমন হৃদয় স্পর্শ ঘটনা এর আগে দেখেনি বলে জানিয়েছেন ভারতের সামরিক বাহিনীর সদস্যরা।।