আজ গভীর সুন্দর বন এলাকার বাসন্তীর চুনাখালীতে গোসাবার তৃনমূল দলের প্রার্থী শ্রী সুব্রত মন্ডলের সমর্থনে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। আসন্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গভীর সুন্দর বন লাগয়া গোসাবা বিধান সভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুব্রত মন্ডলের সমর্থনে একটি জনসভায় ভাষন দিতে আসেন পশ্চিম বঙ্গের মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এই গভীর সুন্দর বন এলাকার নদী নালা পরিবেষ্টিত এলাকা কে সুন্দর করে তোলার জন্য পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কে তুলে ধরেন। এবং বন্যা ও আমপান ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে চুরে যাওয়া ঘরবাড়ি এবং নদীর বাধ কে তার সরকার দ্রুতার সহিত মেরামতি করতে সাহায্য করে। গভীর সুন্দর বন এলাকার মানুষের জন্য শহরের সাথে যুক্ত করার জন্য আধুনিক রাস্তা ঘাট বানাতে সাহায্য করেছে। এবং সুন্দর বন এলাকার মানুষের জন্য দ্রুত নদী পথে চিকিৎসা সেবা প্রদান করার জন্য ওয়াটার এম্বুলেন্স এর ব্যাবস্থা করছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নয় প্রকৃতিক পরিবেশ ও পর্যটন শিল্পের জন্য আধুনিক ভাবে সাজিয়ে তোলার জন্য সব কাজ শুরু হয়েছে। তাই গোসাবা বিধান সভা কেন্দ্রে তৃনমূল দলের প্রার্থী শ্রী সুব্রত মন্ডল কে জোড়া ঘাস ফুল চিহ্নে ভোট দেবার জন্য গোসাবার মানুষের কাছে আবেদন রেখেছে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও সুন্দর বন দপ্তরের চেয়ারম্যান জনাব শওকাত মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দর বন জেলা কমিটির সভাপতি ও কুলপির বিধায়ক শ্রী যগোরন্জন হালদার ও বিধায়ক শ্রী জয়দেব হালদার এবং কুলতলির বিধায়ক শ্রী গনেশ মন্ডল ও বারুইপুর পূর্বের বিধায়ক শ্রী বিভাস সরদার এবং জয়নগর লোকসভা কেন্দ্রের এম পি শ্রীমতী প্রতিমা মন্ডল ও মগরাহাট পূর্বের বিধায়ক শ্রীমতী নমিতা সাহা সাহা বারুইপুর এরিয়ার তৃনমূল দলের সভাপতি শ্রী শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।।