* সমুদ্র বন্দরসমুহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের উপকূলীয় উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্খান করছে।
হ্যারিক্যানের তিব্রতা সম্পন্ন প্রবল ঘূর্ণিঝড় “তিতলী” উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ (১১ অক্টোবর ২০১৮) সকালে গোপালপুরের নিকট দিয়ে ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে ভারতের উড়িষ্যা উপকূলীয় এলাকায় প্রবল ঘুর্ণিঝড় আকারে অবস্থান (প্রায় ১৯.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৩.৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) করছে। এটি আরও উত্তর/উত্তরপশ্চিম দিকে স্থলভাগে অগ্রসর হয়ে ক্রমশঃ দুর্বল হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দম্কা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফোন: +৮৮০ ২ ৯১৩৫৭৪২, ৯১২৩৮৩৮, ৯১৪১৪৩৭