১ ডিসেম্বর ২০২১ ৫ম বিজয় শোভাযাত্রা উপলক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কর্তৃক বিশেষ ম্যাগাজিন মিডিয়া ক্যানভাসের জন্য লেখা আহবান করা যাচ্ছে।
ম্যাগাজিনে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক লেখাসহ গণমাধ্যম অঙ্গনে বঙ্গবন্ধুর অবদান এবং দেশের উন্নয়নে বর্তমান সরকারের ইতিবাচক পদক্ষেপ দুর্নীতি ও বেকারত্ব দূরীকরণে রাষ্ট্র এবং নাগরিকদের ভূমিকা নিয়ে লিখতে পারেন।
ডিজিটাল নিরাপত্তা আইন ও অনুসন্ধানী সাংবাদিকতার অন্তরায় নিয়েও লিখতে পারেন। বিএমএসএফ’র পথচলার ১০ বছরের অর্জন এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনগুলোর করনীয় নিয়ে লেখা দিতে পারেন। সাংবাদিকদের চাকুরী ও সুরক্ষা আইন প্রনয়নে গণমাধ্যম এবং রাষ্ট্রের ভূমিকা বিষয়ক লেখা প্রাধান্য পাবে। গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক, দুর্নীতিবিরোধী চেতনাধর্মী কবিতাও পাঠাতে পারেন।
লেখা পাঠানোর শেষ সময় ২০ নভেম্বর ২০২১ খ্রী: এবং পাঠানোর ঠিকানা: মিডিয়া ক্যানভাস, ইব্রাহিম ম্যানশন, ৫মতলা, ১১, পুরানাপল্টন, ঢাকা। ইমেইল: bmsf.bd24 @gmail.com /jaforsbds @gmail.com ph: 01712306501(সংবাদ বিজ্ঞপ্তি)।
(বি:দ্র: প্রকাশিত ম্যাগাজিন বিএমএসএফ’র সকল জেলা উপজেলায় ৩০ নভেম্বরের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হবে)।