মোঃ রেজাউল করিম মৃধা: নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।বৃহষ্প্রতিবার বিকালে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বেড়পাড়া গ্রামে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের লক্ষে এই মাঠ দিবস পালিত হয়।
২০২০-২১ অর্থ বছরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই কৃষক মাঠ দিবসে কাদের পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।এ ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান,উপ সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, আব্দুল মজিদসহ অধিদফতরের অন্যান্য কর্মকর্তারা ।