হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ কালিগঞ্জ থানার আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় শান্তি শৃঙ্খলা প্রগতি স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা’র নেতৃত্বে কালিগঞ্জ থানা প্রাঙ্গণ থেকে বাহির হয়ে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে কালিগঞ্জ থানা পুলিশিং কমিটি ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। পরে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা’র সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং কমিটির কুশলিয়া ইউনিয়ন সভাপতি কাজী মুজাহিদুল ইসলাম তরুণ, নাজিমগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ কবির কাজল, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।