ভালোবাসবি আমায় ;
বলেছিলি হ্যাঁ!
কতটুকু ;
যতটুকু পৃথিবী তারও অধিক।
তারপর কেটে গেলো কতরাত কতদিন
তুমি এলে একান্তে গোপনে নিরবে নিভৃতে
ভালোবাসলে পৃথিবীর থেকে অধিক
থাকবি আমার পাশে ;
বলেছিলি হ্যাঁ
কতক্ষণ ;
পৃথিবী শেষ হবার পরও।
তারপর থেকে সর্বক্ষণ আমার পাশে
তুমি ছিলে, পৃথিবী আছে, তুমিও আছো,আমিও
ঠিক একই স্থানে শুধু প্রতিশ্রুতিভঙ্গ
রাখবি আমায় ;
বলেছিলি হ্যাঁ
কোথায় :
যেখানে প্রভু জেগে
বড় অবাক হয়ে সেদিন তাকিয়ে ছিলাম
তোমাকে পাইনি তাতে কি?
প্রভুর সাথে আছি তো
আদি ও অন্তে এই আমি হৃদয়ে প্রভু জেগে
আমি মহত্তম শিল্প, আমি প্রেম, আমি মা,
আমি কোটি জনতার আশা,ভরসা, শান্তি,
অসম্ভব সুন্দর কারূকার্জের কারখানা
তোমাকে হারানোর ব্যাথা
আমাকে স্পর্শ করে না তাইঃ
“ধন্যবাদ তোমার এ অবহেলাকে”
লেখকঃ মতিয়ারা মুক্তা (মাটির মা)