পটুয়াখালী সদরের বড় বিঘাই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী অহিদুজ্জামান মজনু মোল্লার মোটরসাইকেল গাড়ি চালক মাসুদ ব্যাপারী(২৩) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে বড়বিঘাই ইউনিয়নের একটি রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মাসুদ গত একমাস ধরে স্থানীয় চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী অহিদুজ্জামান মজনু মোল্লাকে তার মোটরসাইকেলে বহন করতেন।অহিদুজ্জামান মজনু মোল্লা জানান, শনিবার (৬ নভেম্বর) মধ্যরাতে সাত্তার হাওলাদার নামে তার এক কর্মীকে বাড়িতে পৌঁছে দিতে যান মাসুদ। পরে রাত্রে আর তার সাথে কোনো যোগাযোগ হয়নি। সকালে একজন ফোন করে মাসুদের লাশ উদ্ধারের কথা জানালে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান।
উদ্ধারের সময় দেখা গেছে, মাসুদের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন আছে। লাশ পোস্টমর্টেমের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও মৃত্যুর ঘটনা তদন্তের জন্য সকাল থেকেই পুলিশের একাধিক টিম কাজ করছে।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনা তদন্তে তারা প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছেন। এবং একটি খুনের মামলা রুজু করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের নির্বাচন বা ভোট গ্রহণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।