পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
১ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের ৭ টি উপজেলায় বিভিন্ন এলাকায় জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা মার্কার পক্ষে পথসভা, উঠান বৈঠক ,গণসংযোগ সহ বিভিন্ন প্রচার প্রচারনার কারনেই অধিকাংশ নৌকার প্রার্থীরা জয়লাভ করেছিলেন, তারই ধারাবাহিকতায় ২য় ধাপের তফসিল ঘোষনার পর পরই সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি একে এম এ আউয়াল পরীক্ষিত ও তৃনমূল রাজনীতি থেকে উঠে আসা সর্বজন গ্রহনযোগ্য কর্মীকে সর্বসম্মতি ক্রমে নৌকা মার্কার প্রার্থী হিসেবে কেন্দ্র তালিকা পাঠান । কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী মনোনায়ন বোর্ড প্রার্থী চুড়ান্ত হলেই সাবেক এ কে এম এ আউয়াল মহোদয় এলাকায় চলে এসে বিভিন্ন নির্বাচনী এলাকায় সাম্পদায়িক সম্পৃতিসভা ও দেশরত্ন শেখ হাসিনার সকল উন্নয়ন, কৃতিত্ব ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন, এছাড়াও ভোটারগন যাহাতে নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে জনগনকে আস্বস্ত করেন।তিনি পিরোজপুরের বিভিন্ন উপজেলায় সম্পৃতি সমাবেশে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করতে হবে ।সে কারনেই পেশি শক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জনতা বেশিরভাগ ইউনিয়নেই নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন। তিনি পিরোজপুরের অভিভাবক হিসেবে প্রতিটি সভায় বলেছিলেন অতীতে যেভাবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ আমৃত্যু আপনাদের পাশে থেকে জীবনটা কাটিয়ে দিতে চাই।