জনগণের পাশে থেকে সেবা করার অভিপ্রায় আমার দীর্ঘদিনের। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি।আমার কাছে এ মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা মনে হয় মাদক এবং জঙ্গিবাদ। এগুলো নির্মূলে আমি আমার সর্বত্মক চেষ্টা করব।তরুণদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের উন্নয়নে যেন কাজ করতে পারি, সেটাই আমার চাওয়া।আমি যেমন সংগ্রাম করে তৃণমূল থেকে উঠে এসেছি, ঠিক এমন করে লাখ লাখ নেতাকর্মী (আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন-বাংলাদেশ) সংগঠনের জন্য কাজ করে যাচ্ছেন। স্বপ্ন তা নয়, যা মানুষ ঘুমিয়ে দেখে; স্বপ্ন তা যা পূরণের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না’।আমি রিক্ত, আমি সিক্ত, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই ।
সাংবাদিক কবির নেওয়াজ রাজ
কেন্দ্রিয় সাধারন সম্পাদক
আদর্শ ছাত্রবন্ধু ফাউন্ডেশন-বাংলাদেশ ।