আজ থেকে কড়া বিধিনিষেধের মধ্যে দিয়ে পশ্চিম বাংলার সব ইস্কুল ও কলেজ খুলছে।। কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর সম্পূর্ণ বিধিনিষেধের মধ্যে দিয়ে খুলছে পশ্চিম বাংলার শিক্ষা প্রতিষ্ঠান। আজ পশ্চিম বাংলার নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইস্কুল ও কলেজের ছাত্র ও ছাত্রীদের মধ্যে রাখতে হবে সামাজিক দূরত্ব। গতবছর, ২০২০,সালের, করোনা ভাইরাস সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় সব ইস্কুল ও কলেজ। দীর্ঘদিন ধরে পঠন ও পাঠন বন্ধ থাকার পর কিছু ক্ষেত্রে অনলাইনে পড়াশোনা করেছেন ছাত্র ও ছাত্রীরা। তবে ইস্কুল ও কলেজ খুলেও রাখতে হবে সামাজিক দূরত্ব বজায়। কোন ক্লাসে কোন খাবার শেয়ার করে খেতে পারবেন না। ক্লাসের মধ্যে প্রবেশ করার আগে স্যানিটেশন করতে হবে। প্রতিটি ক্লাসের মধ্যে সব সময় একজন শিক্ষক হিসেবে থাকার নির্দেশ করা দেওয়া হয়েছে। নিচের ক্লাস শুরু হবে, সকাল, ১০,৪০,মিনিট, থেকে বৈকাল, ৩,৩০, টে পযন্ত। এবং উচ্চ মাধ্যমিক ক্লাসের ছাত্র ও ছাত্রীদের জন্য ক্লাসের মধ্যে প্রবেশ এর সময়, ১১,থেকে, বৈকাল, ৪,ঘটিকা, পযন্ত! আজ ক্লাস শুরু হবার আগে বহু ইস্কুলে টিচার দের স্বাগত জানাতে ফুলের তোড়া নিয়ে উপস্তিত থাকবে অনেকেই।।