প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার কালিগঞ্জ ইউএনও’র হলরুমে ১৬ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় বিচার ব্যবস্থায় সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর প্রবেশাধিকার চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয় শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড ও বিএনএনআরসি এর সহযোগিতায় এবং রেডিও নলতা ৯৯.২ এফ এম এর বাস্তবায়নে অনুষ্ঠিত উক্ত সংলাপে
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। আরো আলোচনা রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মেরিনা আক্তার।
মডারেটরের দায়িত্ব পালন করেন রেডিও নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরীয়ার।
সংলাপে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক মাহমুদুন্নবী খান, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক এ এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, এড. জাফরউল্যাহ ইব্রাহীম,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সংবাদকর্মী মীর খায়রুল আলম, মো: আমিনুর রহমান, ইলাদেবী মল্লিক, বাবু শান্তিলাল, শিক্ষিকা কনিকা, সেখ আল আজাদ, রবিউল ইসলাম, রাশিদা, মামুন, সাব্বির, মিলন সহ রেডিও নলতার অন্যান্য স্টাফবৃন্দ, অভিভাবক তথা নানা শ্রেণি-পেশার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংলাপ অনুষ্ঠানে প্রধান আলোচক কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য আলোচকবৃন্দ বিচারপ্রার্থী কমিউনিটির অসহায় জনগোষ্ঠীর বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির পথ,আইনী সহায়তা ক্ষেত্রের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও উত্তরণের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন।