ভারতের ইতিহাসে এই প্রথম একজন সহকামী শ্রী সৌরভ কীপালকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন।। এই প্রথম কোন সহকামী হিসেবে ভারতের দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। শ্রী সৌরভ কীপাল ছিলেন একজন সহকামী পুরুষ, কিন্তু গত ২০১৭,সালে, দিল্লির হাইকোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেন। এবং তৎকালীন ভারতের সর্বোচ্চ আদালত ভারতের সুপ্রিম কোর্টের কলোজিয়ামে তার বিচারপতি হিসাবে নিযুক্ত করার সুপারিশ করেন দিল্লি হাইকোর্টের আইনজীবীদের পক্ষ থেকে। এবং ভারতের তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী এস এ বোবদের কাছে তার নাম পাঠানো হয় । তিনি তখন ভারতের বিচার ও আইন মন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে পাঠান তার নাম। দীর্ঘদিন ধরে টালবাহানা চলার পর আজ ভারতের সুপ্রিম কোর্ট পক্ষ থেকে এবং ভারতের কলোজিয়ামের পক্ষ থেকে শ্রী সৌরভ কীপালকে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়। এর ফলে ভারতের ইতিহাসে প্রথম কোন সমকামী মানুষ হিসেবে বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। শ্রী সৌরভ কীপাল, ২০১৮,সালে, অনুচ্ছেদ, ৩৭৭,ধারা, বাতিলের সিদ্ধান্ত এর মামলায় আবেদন কারীদের হয়ে আইনি লড়াই করে ছিলেন। আজকের এই প্রথম কোন সহকামী পুরুষ দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হওয়ার কারণে ভারতের আইনজীবী মহলে খুশির বন্যা বয়ে যায়।আজ তাকে নিয়োগ দেন ভারতের প্রধান বিচারপতি ।।