আগামী ২৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান পদের ১৩ প্রার্থীসহ মোট ৬৬ প্রার্থীকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা দেয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন ৫ জন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিন সারোয়ার গত ৬দিন ৯টি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে এই জরিমানা করেন।
দেয়ালে পোষ্টার সাঁটানো, কর্মী-সমর্থকদের মধ্যে খাবার বিতরণ ও মিছিল করার অপরাধে এসব প্রার্থীদের জরিমানা করা হয়।
শুক্রবার পর্যন্ত ৬ দিনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৩ জন চেয়ারম্যান, ৪৩ জন সাধারণ সদস্য ও ১০ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীকে ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সামিন সারোয়ার বলেন, অবাধ নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন করতেই আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদেরকে জরিমানা করা হয়। প্রার্থী যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।