ঢাকার আশুলিয়ায় পুলিশের মামলায় সাংবাদিক কারাগারে
আশুলিয়া থানার উত্তর গাজিরচট বুড়িবাজার একাকায় পারিবারিক কলহের জেরে পুলিশের মামলায় সাংবাদিক কারাগারে।
মামলার বাদী এসআই মোঃ জোনাব আলী । তিনি বর্তমানে ঢাকার বনানীতে এন্ট্রিটেরিজম ইউনিট মিডিয়া অ্যাওয়ারনেস শাখায় কর্মরত।
এদিকে কারাগারে যাওয়া সাংবাদিকের নাম মো: ইউসুফ আলী। তিনি দৈনিক কালের ছবি পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়াও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আশুলিয়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাড়ির সামনে বালি ফেলাকে কেন্দ্র করে মামলার সূত্রপাত। ওই পুলিশ কর্মকর্তার দাবি বাড়ির সামনে নির্মাণ সামগ্রী বালি ফেলতে নিষেধ করায় আমার উপর সাংবাদিক ইউসুফ আলীর উসকানিতে তার ভাই শাহজাহান আমাকে এলোপাথাড়ি নাকে-মুখে কানে কিল-ঘুসি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। শুধু তাই নয় আমার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকাও নিয়ে যায় তারা।
উত্তেজিত বিবাদীরা তার বাড়ির ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে এবং তার স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাকেও বিবাদীরা কিল-ঘুসি মারিয়া শ্রীলতাহানি করেছে বলে দাবি করেন তিনি।
এদিকে কারাগারে যাওয়া সাংবাদিক মো: ইউসুফ আলীর পরিবার এই অভিযোগ মিথ্যা দাবি করে তাকে ষড়যন্ত্রমূলক এই মামলায় আসামি করা হয়েছে বলে জানিয়েছেন।
পুলিশের মামলায় সাংবাদিক কারাগারে যাওয়ার ঘটনায় সাভার ও আশুলিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে নিরপরাধ ইউসুফ আলীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি।