সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মরহুম আক্কাস আলীর পুত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এম আকবর হোসেন আজ ২২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না-ইলাহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও ১ মেয়ে সন্তান দুনিয়াতে রেখে বিদায় নেন।
ব্যক্তি জীবনে তিনি প্রগতিশীল রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের মেধাবী ছাত্র ছিলেন (অনার্স ও মাস্টার্স) এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন জসিম উদ্দীন হলের ৪২০ নং রুমে থাকতেন। তিনি এইচএসসি আজম খান কমার্স কলেজ থেকে এবং এসএসসি নলতা মাধ্যমিক বিদ্যালয় থেকে সম্পন্ন করেন।
তার এই মুত্যুতে মানুষের কল্যাণে প্রতিদিন ও আদর্শ ছাত্র-বন্ধু ফাউন্ডেশনের পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন ও আত্মার মাগফেরাত কামনা করেন।