নিজেকে সংশোধন করো
মতিয়ারা মুক্তা,মাটির মা
::::::::::::::::::::::::::::::::::::::::::::
হে তোমাকে বলছি,
পূরূনো পৃথিবীতে একবার ঘুরে আসো
দেখে আসো পূরনো কাজ -কর্ম
তবে নিজেই বুঝতে পারবে ভুলগুলো কি?
প্রেম এমনি হয়।
প্রেমের বন্ধনে আবদ্ধ হলে
ভালো -মন্দ বুঝার শক্তি হারিয়ে যায়
মন শুধু বলে
আমি তোমাকেই চাই।
জীবন ও জীবনের আনন্দে সহজেই প্রবেশ করা যায়
বের হতে এতো কষ্ট কেন?
প্রেম এমনি হয়।
দু ‘টি হৃদয় একই সত্ত্বায় মিশে যায়
ভালো -মন্দের আওয়াজ কানে পৌঁছায় না
বাজে শুধু ভালবাসার টুংটাং আওয়াজ।
প্রেম এমনি হয়।
গভীর রাতের স্তব্ধতাকে ভেঙ্গে
পাশবিক কারাবার চালায়
উহ! কি দুঃসহ নির্মম রাত
যা আজ হারে হারে টের পাচ্ছি
পুরূনো পৃথিবীতে একবার ঘুরে আসো
সে দৃশ্য দেখে তুমিও স্থির থাকতে পারবেনা
যা তোমার কাছে একদিন সঠিক মনে হয়েছে
তা আজ অবশ্যই ভুল মনে হবে।
ভালবাসার টানে
যে বাঁশঝাড়, লতাগুল্ম, ঝাড় -জঙ্গল পাড়ি দিয়েছো
আজ সেখানে যেতে ভয়ে শিউরে উঠবে!
যে ফুল -ফল আকাশের বেয়োনেট বিদ্ধ চাঁদ
নক্ষত্রের হিরন্ময় ঝিকিমিকি তোমার পছন্দের
তা আজ অসহ্য মনে হবে কারন
সেই ভালবাসার টান আজ আর নেই।
পুরূনো পৃথিবীতে একবার ঘুরে আসো
আর নিজেকে সংশোধন করো
হে তোমাকেই বলছি…।