মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে ৩য় ধাপের ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য/সদস্যাদের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দরা হলেন –
১ নং বর্ণি ইউনিয়ন জয়নাল আবেদীন (আনারস)
২নং দাসের বাজার স্বপন চক্রবর্ত্তী (আনারস)
৩নং নিজ বাহাদুরপুর ময়নুল ইসলাম (নৌকা)
৪ নং উত্তর শাহবাজপুর রফিক উদ্দিন (নৌকা)
৫নং দক্ষিণ শাহবাজপুর
নাহিদ আহমদ বাবলু (নৌকা)
৬নং বড়লেখা সদর ছালেহ আহমদ জুয়েল (নৌকা)
৭নং তালিমপুর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান (আনারস)
৮নং দক্ষিণ ভাগ উত্তর এনাম উদ্দিন (নৌকা)
৯নং সুজানগর আলহাজ্ব বদরুল ইসলাম (আনারস)
১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ আজির উদ্দিন (ঘোড়া)।
এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৫ জন, বিদ্রোহী ৩ জন, স্বতন্ত্র আনারস প্রতীক নিয়ে বিএনপির ১ জন এবং আনারস প্রতীকে স্বতন্ত্র ১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।