পটুয়াখালীতে আজ ‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙ্গের বিশ্ব গড়ি’ এ শ্লোগান নিয়ে কম্বেটিং জেনডার বেইজড ভায়োলেন্স ইন বাংলাদেশ (সিজিবিভি) প্রকল্পের আওতার উদ্যোগে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে পরিবহন মালিক ও শ্রমিকদের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৯শে নভেম্বর) বেলা ১২ টায় পিটিআই রোডস্থ এসডিএ প্রশিক্ষন কেন্দ্রে আভাস এর উদ্যোগে আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় আলোচনা করেন ক্রিশ্চিয়ান এইড’র প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আফরোজ, ইউএন ওমেন’র প্রোজেক্ট কো- অর্ডিনেশন এনালিস্ট তোসিবা কাশেম, জেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক জামাল সরদার, প্রচার সম্পাদক আলী আকবর হাওলাদার, রিক্সা চালক সৈয়দ নাসির, আঃ জলিল, বাবুল হাওলাদার প্রমুখ। এ সভায় ২০ জন রিক্সা চালক ৩৫ জন মালিক শ্রমিক অংশগ্রহন করেন।